Arif Hossain

Behavior of Gas

0

Behavior of Gas
প্রতিটি প্রশ্নের মান 2 বা 3
1. গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? CGS ও SI পদ্ধতিতে চাপের একক কি? একক দুটির সম্পর্ক স্থাপন করো।
2. প্রমাণ চাপ কাকে বলে? প্রমাণ চাপের মান নির্ণয় করো।
3. বয়েলের সূত্রটি বিবৃত ও ব্যাখা করো।
4. গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে P-V ও PV-P লেখচিত্র কীরূপ হবে দেখাও।
5. বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কী?
6. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন?
7. চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখা করো। [ME'17]
8. চার্লসের সূত্রের লেখচিত্রটি প্রকাশ করো। [ME'17]
9.  উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো।
10. বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি নির্ণয় করো।
অথবা, PV=KT সূত্রটি প্রতিষ্ঠা করো।
 অথবা,PV=RT সূত্রটি প্রতিষ্ঠা করো।
11. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি? উদাহরণ দাও।
12. অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত ও ব্যাখা করো।
13. গেলুসাকের গ্যাস-আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের গ্যাস-আয়তন সূত্রটি ব্যাখা করো।
14. বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সমীকরণটি প্রতিষ্ঠা করো।
অথবা,
PV=nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো।
অথবা, n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো।
15. CGS ও SI পদ্ধতিতে আদর্শ গ্যাসের সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে R -এর একক নির্ণয় করো।
16. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলি লেখো।
17. গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখা করো।
18. গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব আলোচনা করো।
19. আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি সংক্ষেপে আলোচনা করো।
20. শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন?

গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী

1. চাপ=বল/ক্ষেত্রফল
2. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি P1 চাপে V1, P2 চাপে V2 ও P3 চাপে V3 হয় তবে বয়েলের সূত্রানুযায়ী, P1V1=P2V2=P3V3=k=ধ্রুবক।
3. 0c উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 হলে t0 উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হবে, Vt=V0(1+t/273)
4. স্থির চাপে নির্দিষ্ট ভরের T1 পরম উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1 ও  T2 পরম উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V2 হয় তবে, চার্লসের সূত্রানুসারে, V1/T1=V2/T2
5. সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতার পাঠ t0C হলে কেলভিন স্কেলে বা পরম স্কেলে ওই পাঠ T K  হলে, T= (t+273) K ।
5. T উষ্ণতায় এবং P চাপে n-গ্রাম-অণু কোনো গ্যাসের আয়তন V হলে গ্যাসের সমীকরণ হয় PV=nRT। যেখানে, R সর্বজনীন গ্যাস ধ্রুবক।
6. pV=(W/M)RT
7. অ্যাভোগাড্রো প্রকল্প

প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয়
1. উষ্ণতা উল্লেখ থাকলে পরম স্কেলে বা কেলভিন স্কেলে পরিবর্তিত করে সমাধান করতে হবে।
2. R এর একক : CGS পদ্ধতিতে: 8.314x10^7 erg mol-1 K-1
SI পদ্ধতিতে:8.314 J mol-1 K-1
litre-atomsphere এককে: 0.0821 L atm mol-1 K-1

4.
গাণিতিক প্রশ্নাবলী
# বয়েলের সূত্রের প্রয়োগে সমাধান যোগ্য প্রশ্নের ধরন
1. কোনো তাপমাত্রায় 800 mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 cm3 । একই তাপমাত্রায় কোন্ চাপে ওই গ্যাসের আয়ঢন 100 cm3 হবে?
2. ঘরের তাপমাত্রায় 76 cm পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 L। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 cm পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে?
3. স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 সেমি Hg । ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিলিটার হবে? [ME '10]
# চার্লসের সূত্রের প্রয়োগে সমাধান যোগ্য প্রশ্নের ধরন
4. একটি কাচের পাত্রে 67 ০ উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করলে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে?
5. 27 উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 cm3 । স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুন হবে?
6. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 । কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুন হবে যদি চাপ অপরিবর্তিত থাকে? 
7. 2 atm চাপে 0 উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 cc । চাপ স্থির রেখে উষ্ণতা 273 করলে ওই গ্যাসের আয়তন কত হবে?

# বয়েল ও বয়েলের সূত্রের প্রয়োগে সমাধান যোগ্য প্রশ্নের ধরন
8. 30 উষ্ণতায় এবং 108 cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 cm3 । 0 উষ্ণতায় এবং 76 cm পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে?
9. 27 উষ্ণতায় ও 75 cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন V1 এবং 17 উষ্ণতায় ওবং 70 cm পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন V2 হলে, V1 ও  V2 এর অনুপাত কত হবে?
10. 0 উষ্ণতা থেকে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলে সেটির চাপ ও আয়তন উভয়ই দ্বিগুন বৃদ্ধি পায়। ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত? [ME '13]
# বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ের প্রয়োগে সমাধান যোগ্য প্রশ্নের ধরন
11. 1200 L আয়তনের একটি বেলুনকে 27 উষ্ণতায় 83.1 cm পারদস্তম্ভের চাপে H2 গ্যাস দ্বারা ভর্তি করতে কত mol হাইড্রোজেন লাগবে? (পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি)
12. 332.4 cm3 আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরী করার সময় 27 উষ্ণতায় 3*10-24 cm থারদেপারদস্তম্ভের চাপে সিল করা হল। ওই বাল্বে অণুর সংখ্যা কত? (পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি)
13. 57 সেমি পারদস্তম্ভের চাপে 27 উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো।
14. একটি 10 লিটার গ্যাস সিলিন্ডার 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম ডয়টেরিয়াম 27 এ প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলে ওই পাত্রের অভ্যন্তরীণ চাপ কত হবে?
# সেলসিয়াস ও পরম স্কেলের সম্পর্কের প্রয়োগে সমাধান যোগ্য প্রশ্নের ধরন
15. 127 উষ্ণতা পরম স্কেলে কত হবে?
16. সেলসিয়াস স্কেলে 373K উষ্ণতার  পাঠ কত?
17. 104 ফ উষ্ণতা পরম স্কেলে কত হবে?


0 comments:

Post a Comment